টি এম কামাল : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক গাজী আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না লিল্লাহি রাউজ)।
আজ মঙ্গলবার ১৭ আগষ্ট সকাল সাড়ে এগারোটায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। চরগিরিশ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক বিএসসি জানান, আগামীকাল বুধবার ১৮ আগষ্ট সকাল দশটায়রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এমপি তানভীর শাকিল জয়, মুক্তিযোদ্ধা সংসদ এর ভারপ্রাপ্ত কমান্ডার ও ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, চরগিরিশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তারুজ্জামান মিলটন তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চরগিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক মিন্টু, সিনিয়র সাংবাদিক টি এম কামাল প্রমুখ।