টি এম কামাল: স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
রোববার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুবর্ণ অহংকারে স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তারা বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথমে ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, এসিল্যান্ড এবিএম আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, কৃষি অফিসার রেজাউল করিম, প: প: অফিসার মোমেনা পারভীন পারুল, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম রাঙ্গা, ওসি পিএন সরকার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী এসে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
দিবসটি উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসনব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে সূর্য উদয়ক্ষণে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।
পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদের হলরুমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ইউএনও জাহিদ হাসান সিদ্দিকী এর সভাপতিত্বে আমেরিকা থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন এমপি তানভীর শাকিল জয়। জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা।