কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ফেয়ার প্রাইজের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে।
সোমবার ১৩ সেপ্টেম্বর সকালে সামাজিক দুরুত্ব বজায় রেখে ওএমএস খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ডিলার রঞ্জু মিয়া দোকানে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল উক্ত চাল বিতরন উদ্বোধন করেন।
এসময় ট্যাগ অফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান তদার্কি করছেন।উপজেলার ১২টি ইউনিয়নে ২৪ জন ডিলারের মাধ্যমে ১৩ হাজার ৯শত ১০ জন কার্ডধারী ভোক্তাদের মাঝে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল বিক্রি করা হবে।
কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুস সোবহান জানান, উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৩ হাজার ৯শত ১০ জন ভোক্তার মাঝে ১০ টাকা কেজি দরে ভোক্তাদের চাল দেয়া হবে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় দশ টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে। কোন রকম অনিয়মের অভিযোগ পেলে কঠোর ভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।