কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ৭৫০ পরিবার পেলো নগত ৫ শত টাকা।
বুধবার উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের বন্যা দূর্গত ও করোনাভাইরাসে কর্মহীন দুস্থ ৭৫০জন অর্গাধিকার প্রাপ্ত উপকারভোগীদের মাঝে জি,আর এর বারাদ্দে (৩,৭৫,০০০ টাকা) মাথাপিচু ৫০০ টাকা হারে এই অর্থ বিতারন করা হয়।
নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন ও উপজেলা ট্যাগ অফিসার মোঃ আব্দুস সালাম অর্থ বারাদ্দ বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন নিশ্চিন্তপুর ইউপির সচিব নুরুল ইসলাম, সকল ওয়ার্ডের মেম্বর, সংরক্ষিত মহিলা সদস্যগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।