টি এম কামাল : সিরাজগঞ্জের কাজিপুরে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে চরাঞ্চলের ছয়টি ইউনিয়নে যমুনা নদীতে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে।
কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি, নাটুয়ারপাড়া, চরগিরিশ, মনসুরনগর, নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নের বারোট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। হূমকির মুখে পড়েছে আরো বারোটি গ্ৰাম।
আজ বুধবার সকালে পরিদর্শনের সময় নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিক্রীদোরতা গ্রাম ও জিআরডিপির ৬ নাম্বার নৌকা ঘাট পয়েন্টে ব্যাপক আকারে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে দেখা যায়। এলকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। বসত ভিটা ভাঙণে ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি ঘর সরিয়ে নেওয়া হয়েছে।
বিলীন হচ্ছে আবাদী জমির ফসলের ক্ষেত ও নতুন স্থাপন করা বৈদ্যুক খুঁটি ও তার। ভাঙনে ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দারা বলেন, দ্রুত সময়ের মধ্যে ভাঙ্নরোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অচিরেই এ সব গ্রাম ও ঘরবাড়ি যমুনা নদীগর্ভে বিলিন হয়ে যাবে। মানুষজন সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবে।
এ ব্যাপারে তেকানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ ও নিশ্চিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন নিশ্চিত করেছেন। ভাঙন প্রতিরোধে দ্রুত পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।