টি এম কামাল: গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জের কাজিপুরে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫ গ্ৰাম হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, কাজিপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চনন্দসরকার নেতৃত্বে অভিযান চালিয়ে গত ১৮ আগষ্ট বুধবার গভীর রাতে পৌরসভার আলমপুর গ্রামের সেচপাম্পের ঘর থেকে মানিক পোটল গ্ৰামের দুদু মিয়ার পুত্র সেলিম রেজা কে (৩৪) ও আলমপুর গ্রামের মোকলেস তালুকদারের পুত্র রুবেল তালুকদার (৩৫) কে ১০ গ্রাম হেরোইন সহ আটক করা হয়েছে।
অপর দিকে আজ বৃহস্পতিবার ১৯ আগষ্ট সকালে উপজেলার মেঘাই ঘাট থেকে সাতকয়া গ্ৰামের মৃত ওসমান গনির পুত্র খাইয়ুল ইসলাম (২৩) কে ৬০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং সিমান্তবাজার থেকে বরইতলী গ্ৰামের আয়নাল হকের পুত্র রহুল আমিন (৩৫) কে ৫ গ্রাম হেরোইন সহ আটক করা হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পিএন সরকার জানান, উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ বৃহস্পতিবার ১৯ আগষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।