টি এম কামাল : চলমান মাদক বিরোধী অভিযান সিরাজগঞ্জের কাজিপুরে ৭৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্ৰাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত ১৬ আগষ্ট সোমবার রাতে হরিনাথপুর থেকে হরিনাথপুর গ্ৰামের আজগর আলীর পুত্র শাহ্ আলম (৪০) কে ১০০ (একশত) গ্রাম গাঁজা, সিমান্ত বাজার থেকে পাটাগ্ৰামের মৃত্যু মহর আলীর পুত্র শহিদুল ইসলাম (৩৫) কে ৫০ (পঞ্চাশ) পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
অপর দিকে আজ মঙ্গলবার ১৭ আগষ্ট সকালে বশিভাঙ্গা থেকে পশ্চিম খুকশিয়া গ্ৰামের সোহরাব তালুকদারের পুত্র বাদশা মিয়া (৩৫) কে ৬ (ছয়) পিছ ইয়াবা ও নগদ ৮,০০০/- টাকা এবং সিমান্তবাজার থেকে বাঐখোলা গ্ৰামের আকবরের পুত্র রাকিব হাসান (১৯) কে ২০(বিশ) পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে।
কাজিপুর থানার ওসি পিএন সরকার জানান, মোট ৭৬ পিচ ও ১০০ গ্ৰাম গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে অদ্য ১৭/০৮/২১ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।