টি এম কামাল : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, কাজিপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব ইসমাইল হোসেন সরকারের আগামীকাল শুক্রবার (৮ অক্টোবর) বাদ জুমা ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাসভবনে ও কাজিপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
মরহুম ইসমাইল হোসেন সরকারের পুত্র সাবেক ইউপি চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ কামরুজ্জামান বিপ্লব এ বিষয়টি নিশ্চিত করেছ উল্লেখ্য, কাজিপুরে আওয়ামী রাজনীতির নিবেদিত প্রাণ, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দুই মেয়াদে সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক, ৫নং কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চার চার বারের নির্বাচিত সফল চেয়ারম্যান মরহুম ইসমাইল হোসেন সরকারের ১১ তম মৃত্যুবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।