টি এম কামাল: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ আগষ্ট) সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। সভায় উপস্থাপিত বক্তাদের অভিমত ও বর্তমান আইন শৃংখলা তুলনামূলকভাবে ভালো হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা মোমেনা পারভীন পারুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানন্দ সরকার, মনসুরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর, সদর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চান।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।