স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কলারোয়ায় পলাশ মোল্লা (২৭) নামের একযুবক ৫১ বোতল ফেনসিডিসহ আটক হয়েছে। সে উপজেলার বড়ালী উত্তরপাড়া গ্রামের রফিকুল মোল্লার ছেলে।
কলারোয়া থানার এসআই ইসমাইল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার চন্দনপুর গ্রামস্থ কলেজ মোড় সংলগ্ন জনৈক অমিত কুমারের সমিলের পশ্চিম পাশের্^ কড়ই গাছের নিচ থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫১পিচ ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্যে প্রায়-৪৪হাজার ৮শত টাকা।
এঘটনায় কলারোয়া থানায় একজনকে প্রেফতার ও একজনকে পলাতক আসামী দেখিয়ে ২০১৮সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
যার মামলা নং-৩(১০)২১। অপর এক অভিযানে উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামস্থ মোয়াজ্জেম চেয়ারম্যানের লিচুবাগানের সামনে পাকা রাস্তার উপর থেকে মিকাইল ইসলাম ঘোরামী (২৮) কে আটক করা হয়। সে ব্রজবাকসা ঘরামী পাড়ার মৃত আনিছুর রহমান ঘরামীর ছেলে।
এসময় পুলিশ তার কাছ থেকে ৫১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এছাড়া জিআর
ওয়ারেন্টভুক্ত আসামী মোখলেছুর রহমানকে ভাদিয়ালী ফুলতলা বাজার এলাকা
থেকে পুলিশ আটক করে। সে উপজেলার বোয়ালীয়া গ্রামের সামছুর রহমানের
ছেলে।