টি এম কামাল: বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’-এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
সোমবার ৬ সেপ্টেম্বর দুপুর ১২ টায় কাজিপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয় সহ উপজেলার দুবলাই ও কাছিহারা আশ্রয়ন প্রকল্পের পুকুরে ৪৬২ কেজি রুই জাতীয় মাছের পোনামাছ অবমুক্ত করা হয়েছে।অবমুক্ত করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান শাপলা খাতুন, সিরাজগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, জেলা মৎস্য দপ্তরে জরিপ কর্মকর্তা শরিফুল আলমসহ কাজিপুর মৎস্য অফিসের কর্মচারিবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেন, আমরা মাছে ভাতে বাঙালী, মাছ না হলে আমাদের চলেই না। জলাশয় ও মাছ রক্ষণাবেক্ষণ করতে হবে। পোনামাছ ধরা বন্ধ করতে হবে।